দেবীগঞ্জ পৌরসভা মেয়র আবু বক্কর সিদ্দিক
চায়ের বদলে লেবুর শরবত
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌসভার চায়ের বদলে লেবুর সরবত এমন উদ্যোগ ,কড়া রোদের প্রকোপ পঞ্চগড়ে। তাপ প্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। কয়েকদিন আগে বৃষ্টি হলেও বেশ কয়েক দিন থেকে প্রখর রোদ আর গরম পড়েছে এই জেলায়। প্রকৃতির এমন বিরূপ প্রভাবে আপ্যায়নে তাই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে দেবীগঞ্জ পৌরসভা। নানা কাজে বা সৌজন্য সাক্ষাতে যারা এই পৌরসভার কার্যালয়ে আসছেন তাদের সবাইকে সরবত পান করানো হচ্ছে। এর আগে আপ্যায়নে চা পান করানো হলেও এখন চায়ের বদলে আপ্যায়ন করানো হচ্ছে সরবত ।
কার্যালয়ের একটি কক্ষেই লেবুর রস দিয়ে অত্যন্ত সুস্বাদু এই সরবত বানানো হচ্ছে। তারপর নানা প্রয়োজনে আসা ব্যক্তিদের হাতে দেওয়া হচ্ছে সরবতের গ্লাস। সরবত পান করে খুশি তারা। সরবত পান করা একজন সাধারন নাগরিক জানান, আমি সত্যি বিমোহিত। এক গ্লাস সরবত খুব বেশি কিছু না হলেও আমার কাছে অনেক কিছু। রুচি ও সৃষ্টিশীলতার পরিচয় বহন করে। অনেক ভালো লাগল দেবীগঞ্জ পৌর সভার এমন উদৌগকে। পৌরসভা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক(আবু) জানান, চা তো সবসময়ই খাওয়া হয়। কিন্তু গরমে মানুষ অতিষ্ঠ তাই আমি চেষ্টাকরছি অন্য কিছু করার।