গাছ লাগান পরিবেশ বাঁচান
পরিবেশের ভারসাম্য রক্ষায় করিমগঞ্জ থানা পুলিশের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

- আপডেট সময় : ০৪:২৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

গাছ লাগান পরিবেশ বাঁচান,এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে পরিবেশ সুন্দর রাখার উদ্দেশ্যে করিমগঞ্জ থানাকে সবুজে রুপান্তর করার লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন করিমগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মহোদয়ের সহায়তায় করিমগঞ্জ থানা কম্পাউন্ডে ফলজ গাছ রোপনের মধ্যদিয়ে এই বৃক্ষ রোপনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম) বারের সার্বিক দিক নির্দেশনায় করিমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে করিমগঞ্জ থানা কম্পাউন্ডের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে তিনি আরও বলেন- প্রথমত যেকোনো কাজ করতে গেলেই প্রয়োজন সুস্থ সবুজ সুন্দর পরিবেশ। তাছাড়া বর্তমান সময়ে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরী। তাই পরিবেশ বাচাতে ও অক্সিজেনের প্রয়োজনে আরও বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে।আমি করিমগঞ্জ উপজেলার সবাইকে এই মহতি উদ্যোগ বাস্তবায়নে কাজ করতে এক যুগে কাজ করার আহবান জানাচ্ছি এসময় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার হাফিজুর রহমান সহ সকল কর্মকর্তারা