সাঘাটায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

- আপডেট সময় : ০৫:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়।
এতে সহকারি কমিশনার (ভুমি) মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে কৃষি মেলার উদ্বোধন করেন, গাইবান্ধা -৫ আসনের সংসদ সদস্য ও সাবেক ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিপন এমপি বলেন, বাংলাদেশ কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে করোনা কালে সফলতার সাথে আমরা করোনা মোকাবেলা করতে পেরেছি। কৃষি উন্নয়নের জন্য কৃষকের জন্য বর্তমান সরকার সব ধরণের পদক্ষেপ গ্রহনে অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, মৎস অফিসার এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকতা সামিউল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার ওয়ালিউর রহমান, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক শাহ্ মোখলেছুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।