গাইবান্ধা সদরে সুবিধাভোগীদের মাঝে মিশুক বিতরণ
মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী দুস্থদের মাঝে মিশুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সদর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে মিশুকভ্যান বিতরণ অনুষ্ঠিত হয়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ গিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের পিছিয়ে পড়া দুস্থ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির বাস্তবায়নের মাধ্যেমে বিভিন্ন সেক্টরসহ আর্থসামাজিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ নির্মানে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, সদর
উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রমূখ।
শেষে গাইবান্ধা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের সুবিধাভোগী ১২৫টি দুস্থদের মাঝে মিশুকভ্যান বিতরণ করেন- জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর -০২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি এমপি। ।