দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই বেলা ৪.৩০ মিনিটে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব এডভোকেট নুরুল সুজন এম.পি পঞ্চগড় -২ , আনোয়ার সাদাত সম্রাট সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী পঞ্চগড় জেলা শাখা, আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী দেবীগঞ্জ-উপজেলা শাখা, কামরুজ্জামান (সাজু ) সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (সবুজ ) দেবীগঞ্জ-উপজেলা শাখা।
বাবু নির্মল কুমার সভাপতি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা, ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম(এমু) দেবীগঞ্জ-উপজেলা শাখা। রাজু আহমেদ মিঠু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। আবু বক্কর সিদ্দিক সভাপতি বাংলাদেশ কৃষক লীগ দেবীগঞ্জ-পৌর শাখা ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কৃষক লীগ দেবীগঞ্জ-পৌর শাখা। আতাউর রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক দেবীগঞ্জ-পৌর শাখা।
আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সহ দেবীগঞ্জ-উপজেলার বিভিন্ন পত্রিকার প্রিন্ট মিডিয়া ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ , কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও দেবীগঞ্জ-উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ নেতৃবৃন্দ ও কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মধ্যে দিয়ে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক তুলে ধরেন ।