মানাপ নওগাঁ’র শোকসভা ও দোয়া মাহফিল
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলার উপদেষ্টা ও গুণীজন বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব এর প্রয়াণে ২৮ জুলাই শুক্রবার, বিকেল সাড়ে পাঁচটায় মানাপ নওগাঁ’র কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি উত্তম সরকার এর সভাপতিত্বে এবং আব্দুল হাই সিদ্দিকী সিটু সাধারণ সম্পাদকের পরিচালনায়, এ সময়ে উপস্থিত ছিলেন- মানাপের উপদেষ্টা,এ্যডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, অধ্যক্ষ মোফাখখ্রা হোসেন পথিক, মানবতাবাদী চন্দন কুমার দেব, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু। বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মানবতাবাদী মোঃ এস এম সামছুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রহমান রায়হান, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শিক্ষক মো: হাসমত আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, রাবেয়া খাতুন বেলী, মর্তুজা বশির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরনাহার সুষমা সাথী। উল্লেখ্য, শোক সভায় মানাপের উপদেষ্টা প্রয়াত আরব চৌধুরীর স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।