দেবীগঞ্জে রেলমন্ত্রীর ১০ টি ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়

- আপডেট সময় : ০৪:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুর বিভাগে আগামীকাল ২ আগষ্ট দেশ ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে
রেলমন্ত্রীর ১০ টি ইউনিয়নে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকাল ৪.০০ ঘটিকায় সময় দেবীগঞ্জ-উপজেলার ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়ন পরিষদের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক দুলাল।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি পঞ্চগড় -২ বোদা ও দেবীগঞ্জ-উপজেলার মাটি ও মানুষের নেতা উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং বলেন বর্তমান সরকার সাড়ে ১৪ বছরে দেশের অনেক উন্নয়ন করেছেন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন,, কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় তৈরি করেছেন,, এই সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জেলা ও উপজেলায় মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ও উপ জাতি দের বাড়ি ঘর ছিলনা। ভূমিহীন গৃহহীন হয়ে ছিলেন তাদের কে এই সরকার জমি সহ বাড়ি ঘর তৈরি করে দিয়েছেন ও এই শেখ হাসিনা সরকার মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটে সময় রাখাইনে ১০ লক্ষর উপরে রোহিঙ্গা দের পর্ণবাসন করে দিছেন বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে মন্ত্রী বলেন আগামীকাল ২ ই আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুর বিভাগের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান।।
উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। বাবু নির্মল কুমার রায় সভাপতি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। আশরাফুল আলম এমু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা ও চেয়ারম্যান ৩ নং দেবীগঞ্জ-সদর ইউনিয়ন। রাজু আহমেদ মিঠু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা। জাকিরুল ইসলাম সুইডেন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ-পৌর শাখা। কামরুজ্জামান সাজু সভাপতি স্বেচ্ছাসেবক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা।।
সাজ্জাদ হোসেন সবুজ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ দেবীগঞ্জ-উপজেলা শাখা ।
এছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের দেবীগঞ্জ-উপজেলা শাখার ১০ টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে মধ্যে দিয়ে বিশেষ অতিথি গন বলেন বর্তমান সরকার বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে যে উন্নয়ন করেছেন তার বিভিন্ন চিত্র তুলে ধরেন আলোচনা অনুষ্ঠানে। আলোচনা সভা শেষে আগামীকালের মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে রংপুর বিভাগের মহাসমাবেশ সফল করার আহ্বান জানান নেতাকর্মীরা।
News Editor: Md Rejaul Islam