গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মোস্তাকিম রহমান,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (০৫ আগস্ট) সকাল ১০টায় গাইবান্ধা পৌর পার্কে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন , মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এরপরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কামাল হোসেন, উক্ত সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো।
শেষে যুবক ও কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।