2:45 pm, Saturday, 27 July 2024

ভুল অস্ত্র পাচারে রোগীর মৃত্যু,

ভুল অস্ত্রপাচারে ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন।।

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ভূল অস্ত্রপচার ও অপচিকিৎসার দায় এড়াতে এবং উল্টো রোগীর স্বজনের উপর মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে, ডা: ইহসানুল হক ইহসান এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও স্থানীয় জনগণ ও সুশীল সমাজ।

আজ সোমবার (৭ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোরে আমলতীতে ঠাকুরগাঁও বাসির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবীব বাবু,, আলোকিত ব্লাড ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর সভাপতি মোঃ শাহাদাত হোসেন নিশাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রিংকু রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু রায়, মোঃ কাউসার ,,মোঃ জুয়েল রানা, মোছাঃ চাদনী আক্তার, রুহানিয়াত ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর হাসান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দ উক্ত মানববন্ধন এ উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেল পুকুর গ্রামের হাবিব হোসেন চলতি বছরের গত ৩১ মে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হন। এতে তার মুখের চোয়াল ভেঙ্গে যায়। পরে ঢাকা থেকে ডেন্টাল সার্জন আসবেন মর্মে দালাল চক্রের মাধ্যমে ডেন্টাল চিকিৎসক ইহসানুল ইসলাম ইহসানের প্রাইভেট ক্লিনিক ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি হয়। সেখানে চিকিৎসার জন্য প্রথমে ৭০ হাজার টাকা চুক্তি হয় এবং সেই টাকা পরিশোধও করে রোগীর স্বজনরা।

পরবর্তীতে দেখা যায় ডেন্টাল সার্জনকে দিয়ে অপরারেশ না করিয়ে ওই ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক ইহসানুল নিজে অপারেশ করেন এবং আরও ১ লাখ টাকা দাবী করে। এতে রোগীর স্বজনরা দিতে অস্বীকৃতি জানায় এবং রোগীকে অন্য কোথাও নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ রিলিজ দিতে টালবাহানা শুরু করে। এদিকে রোগীর অবস্থার অবনতি ঘটলে গত ১১ জুলাই রোগীকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন বলেন চিকিৎসক ইহসানুল ইসলাম ইহসানের মুখের চোয়াল অপারেশনের কোন অনুমোতি নেই বা ডিগ্রী নেই। পরে রোগী হাবিব হোসেন ভূল অস্ত্রপাচার ও অপচিকিৎসার দায়ে ইহসানুলের বিরুদ্ধে ঠাকুরগাঁও ডেন্টাল সোসাইটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে বিচার চেয়ে অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে তার সদস্য পদ স্থগিত করে।

ডেন্টাল চিকিৎসক ইহসানুল ইসলাম ভূল অস্ত্রপচার ও অপচিকিৎসার দায় এড়াতে সু-পরিকল্পিত ভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টেকনোলজিষ্ট রবি এবং রোগীর স্বজনদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ দু:খ প্রকাশ করে বলেন বিষয়টি খুবই দু:খজনক। আমাদের হাসপাতালের ডেন্টাল চিকিৎসক না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পীরগঞ্জ হাসপাতালের ডেন্টালকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 03:48:45 pm, Tuesday, 8 August 2023
85 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ভুল অস্ত্র পাচারে রোগীর মৃত্যু,

ভুল অস্ত্রপাচারে ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন।।

আপডেট সময় : 03:48:45 pm, Tuesday, 8 August 2023

ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ভূল অস্ত্রপচার ও অপচিকিৎসার দায় এড়াতে এবং উল্টো রোগীর স্বজনের উপর মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে, ডা: ইহসানুল হক ইহসান এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও স্থানীয় জনগণ ও সুশীল সমাজ।

আজ সোমবার (৭ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোরে আমলতীতে ঠাকুরগাঁও বাসির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহছানুল হাবীব বাবু,, আলোকিত ব্লাড ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর সভাপতি মোঃ শাহাদাত হোসেন নিশাত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক রিংকু রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিংকু রায়, মোঃ কাউসার ,,মোঃ জুয়েল রানা, মোছাঃ চাদনী আক্তার, রুহানিয়াত ফাউন্ডেশন ঠাকুরগাঁও এর হাসান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দ উক্ত মানববন্ধন এ উপস্থিত ছিলেন।

স্মারক লিপিতে বলা হয়েছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেল পুকুর গ্রামের হাবিব হোসেন চলতি বছরের গত ৩১ মে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি হন। এতে তার মুখের চোয়াল ভেঙ্গে যায়। পরে ঢাকা থেকে ডেন্টাল সার্জন আসবেন মর্মে দালাল চক্রের মাধ্যমে ডেন্টাল চিকিৎসক ইহসানুল ইসলাম ইহসানের প্রাইভেট ক্লিনিক ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি হয়। সেখানে চিকিৎসার জন্য প্রথমে ৭০ হাজার টাকা চুক্তি হয় এবং সেই টাকা পরিশোধও করে রোগীর স্বজনরা।

পরবর্তীতে দেখা যায় ডেন্টাল সার্জনকে দিয়ে অপরারেশ না করিয়ে ওই ডেন্টাল ক্লিনিকের চিকিৎসক ইহসানুল নিজে অপারেশ করেন এবং আরও ১ লাখ টাকা দাবী করে। এতে রোগীর স্বজনরা দিতে অস্বীকৃতি জানায় এবং রোগীকে অন্য কোথাও নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ রিলিজ দিতে টালবাহানা শুরু করে। এদিকে রোগীর অবস্থার অবনতি ঘটলে গত ১১ জুলাই রোগীকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল সার্জন বলেন চিকিৎসক ইহসানুল ইসলাম ইহসানের মুখের চোয়াল অপারেশনের কোন অনুমোতি নেই বা ডিগ্রী নেই। পরে রোগী হাবিব হোসেন ভূল অস্ত্রপাচার ও অপচিকিৎসার দায়ে ইহসানুলের বিরুদ্ধে ঠাকুরগাঁও ডেন্টাল সোসাইটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে বিচার চেয়ে অভিযোগ দায়ের করে। এই অভিযোগের প্রেক্ষিতে তার সদস্য পদ স্থগিত করে।

ডেন্টাল চিকিৎসক ইহসানুল ইসলাম ভূল অস্ত্রপচার ও অপচিকিৎসার দায় এড়াতে সু-পরিকল্পিত ভাবে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টেকনোলজিষ্ট রবি এবং রোগীর স্বজনদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নূর নেওয়াজ আহমেদ দু:খ প্রকাশ করে বলেন বিষয়টি খুবই দু:খজনক। আমাদের হাসপাতালের ডেন্টাল চিকিৎসক না থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পীরগঞ্জ হাসপাতালের ডেন্টালকে দিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।