প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
পাবনায় শিক্ষার্থীদের গাছের চারা ও এতিমদের মাঝে খাবার বিতরণ করলেন রাষ্ট্রপতি পুত্র রনি

- আপডেট সময় : ০৪:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি। এছাড়াও তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন আরশাদ আদনান রনি। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন।
পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন তিনি। এ সময় জেলা আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা আ.লীগের সদস্য মোস্তাক আহম্মেদ আজাদ, সদর থানা আ.লীগের কার্যকারী সদস্য জাহিদুর রহমান মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমরুল হাসান ( রন্টি,) জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ খান,যুগ্ন সম্পাদক বাবু শেখ, সহ মহামান্য রাষ্ট্রপতির পরিবারের সদস্য ইমরান খান রানা সহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীসহ অনেক সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন জয়, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুন সহ অনেকে। এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। পরে তিনি সেখানে দেড় শতাধিক এতিম, দুস্থ্য ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন।