সংবাদ শিরোনাম ::
পল্লী বিদ্যুৎ
পিরোজপুরে পল্লীবিদ্যুৎ জেনারেল ম্যানেজার বরাবরে লাইন শ্রমিকদের স্মারক লিপি প্রদান।

পিরোজপুর প্রতিনিধি।।
- আপডেট সময় : ০৯:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি।।
- বাংলাদেশের ৮০ টি পল্লিবিদ্যুৎ এর লাইন শ্রমিক দের একটাই দাবি, ‘চুক্তি দিয়ে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই, এই দাবিকে সামনে রেখে পিরোজপুর পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন পিরোজপুর জেলার সব কটি জোনাল অফিসের চুক্তি ভিক্তিক লাইন শ্রমিক গন। পিরোজপুর জেলার সদর দপ্তর, নাজিরপুর জোনাল অফিস সরুপকাঠী জোনাল অফিস, মঠবাড়িয়া জোনালঅফিস, ভান্ডারিয়া সাব জোনাল অফিস, পাথরঘাটা জোনাল অফিস জগন্নাথকাঠী সাব জোনাল অফিস, বামনা সাবজোনাল অফিস এবং সাইড অফিস অভিযোগ কেন্দ্রের সকল চুক্তি ভিক্তিক লাইন শ্রমিকগন গত ১৩ আগস্ট পিরোজপুর সদর পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার বরাবরে এক স্মারক লিপি প্রদান করেন।এই স্মারক লিপিতে তাদের একটাই দাবি, চুক্তি দিয়ে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই।