পীরগঞ্জ পৌর শহরে ২ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।
পীরগঞ্জ শহরকে কালারফুল করতে গাছের চারা রোপন ।।
পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলাকে কালারফুল করতে পীরগঞ্জ পৌর শহরে ২ হাজার গাছের চারা রোপন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে স্কাউট সদস্যদের সহযোগিতায় শহরের বিভিন্ন স্থানে এই গাছের চারা রোপণ করা হয়।
এসময় বোনজ গাছের চারা রোপন করেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক,পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, বৈারচুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়সহ স্কাউট সদস্যরা
।