বরগুনায় বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
সোহরাব বরগুনা সংবাদদাতা:
বরগুনায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আবদুস সালাম, মুক্তিযোদ্ধা সংসদ , জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা ও সদর উপজেলা শাখা, বরগুনা জেলা ও সদর উপজেলা যুবলীগ, বরগুনা জেলা কৃষক লীগ, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বরগুনা জেলা শাখা , আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন।
পরে শোক র্যালি শহর প্রদক্ষিণ করে রাসেল চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এছাড়া বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল শিশু-কিশোর একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও কোরআন খতমসহ দোয়ার আয়োজন করা হয়। এছাড়া জেলার ৬টি উপজেলায় ও পৌর সভা, থানার উদ্যোগে জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।