সংবাদ শিরোনাম ::
পদযাত্রায় যোগদানের আহবান জানিয়ে ঠাকুরগাঁওয়ে বিএনপির লিফলেট বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
- আপডেট সময় : ১২:৪১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিসহ এক দফা দাবির লক্ষ্যে আগামী ১৯ আগস্ট শনিবার কেন্দ্র ঘোষিত সারাদেশে জেলা পর্যায় পদযাত্রা কর্মসুচিতে যোগদানের আহবান জানিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শহরে লিফলেট বিতরণ করা হয়। ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় থেকে নেতা কর্মীরা শুরু করে শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা যুব দলের সভাপতি চৌধুরী মোঃ মহিবুল্লাহ আবু নুর, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ কায়েসসহ নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন।