বোচাগঞ্জে জিএনবি স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ৫২ বার পড়া হয়েছে

বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ প্রতিনিধিঃ
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বোচাগঞ্জ জিএনবি স্বাস্থ্য মেলার উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গুড নেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ, বোচাগঞ্জ ও বীরগঞ্জ সিডিপি’র যৌথ আয়োজনে জিএনবি বোচাগঞ্জ আশা বালিকা বিদ্যালয়ের মাঠে এই মেলার উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট জুলফিকার হোসেন। গুড নেইবারস্ বাংলাদেশের হেড অব নর্দান এরিয়া পিটার তুহিন বৈরাগীর সভাপতিত্বে উদ্বোধনী মেলায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্যামলী শাহা, নাফানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বোচাগঞ্জ গুডনেইবারস্ সিডিসি চেয়ারপার্সন শাহনেওয়াজ পারভেজ, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এস আই সাখাওয়াত হোসেন, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পলাশ রনি মন্ডল, বীরগঞ্জ সিডিপির ম্যানেজার শ্রীজল টিগ্গা ও বোচাগঞ্জ সিডিপির ম্যানেজার খায়রুল বাসার সহ আরো অনেকে।
স্বাস্থ্য বিষয়ক মেলায় চারটি স্টল ও চারটি চিকিৎসা বুথে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাঃ এস কে সাদেক আলী, গাইনি বিশেষজ্ঞ ডাঃ সিদ্দিকা সুলতালা কুইন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সারোয়ারুল ইসলাম মুক্তা উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় এলাকার গরিব ও হতদরিদ্র প্রায় ২ শতাধীক রোগীকে ব্যবস্থাপত্র, ঔষধ, রোগ নির্ণয় সহ হাইজেনিক সামগ্রী অল্প মুল্যে প্রদান করা হয়।