ফুলছড়িতে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার
মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১০ বোতল বিদেশি মদ জব্দসহ ওই সময় মো.উজ্জ্বল মিয়া (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১৩ এর একটি অভিযানিক দল।
রবিবার (২০- আগস্ট) দুপুরে গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২০- আগস্ট) দুপুর পৌনে ১২ টার দিকে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর একটি অভিযানিক দল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১০ বোতল বিদেশি মদ জব্দসহ মো. উজ্জ্বল নামের এক মাদক কারবারি গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত উজ্জ্বল নামের যুবক সে উপজেলার ঘোলদহ গ্রামের সাজু মিয়ার ছেলে।
মাহমুদ বশির জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।