1:08 pm, Saturday, 27 July 2024

ঠাকুরগাঁওয়ে ইফাদ কর্তৃক পিকেএসএফ এবং ইএসডিওর মাঠ পরিদর্শন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ-এর আর্থিক সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি-এর নিরাপদ মাংস, দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরন ভেল্যু চেইন উপ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন Mr. Dr. Donal Francis Brown, CBE (Associate Vice-President, Programme Management Department. IFAD), Mr. Arnoud Hameleers (IFAD’s Country Director for Bangladesh), Mr. Md. Fazlul Kader (Additional Managing Director, PKSF), Mr. Dr. Akond Md. Rafiqul Islam (Senior General Manager & Project coordinator, RMTP, PKSF) Dr.Earfan Ali VCPM -RMTP, PKSF, এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও উক্ত পরিদর্শনে আরএমটিপি প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন কর্মীবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরএমটিপি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার ৩ টি উপজেলায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন‍্যের বাজার উন্নয়ন প্রকল্পে মোট ২৪৬৯১ জন সদস‍্য নিয়ে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। যেখানে ২৬ টি চীজ ফ‍্যাক্টরী, ৬৫ জন গোয়ালা, ২ টি ফরমাল বায়ার, ৪৫ জন ইনফরমাল মিল্ক প্রসেসর (মিস্টি দোকান, চা স্টল) ৭৮৫০ খামারীর সাথে সংযোগ এবং ৭৮৫০ খামারির আয় বৃদ্ধি, ভার্মি কম্পোষ্ট প্লান্ট -২০ জন, মাংস প্রক্রিয়াজাতকরন কেন্দ্র -০১টি, ৮৫ জন কসাইকে প্রশিক্ষন প্রদান ও আধুনিকায়নসহ ৪৭৬ জন মানুষের কমংসংস্থান সৃষ্টি ইত‍্যাদি। অতিথিবৃন্দ এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে মো: গোলাম সারোয়ার রবিনের গো-খাদ‍্য সাইলেজ উৎপাদন কারখানা, ভার্মি কম্পোষ্ট প্লান্ট, মিল্ক কালেকশন পয়েন্ট, গাভীর খামারি, এলএসপি, গোয়ালা, রেডি ফিড ব্যবসায়ী, রহিমানপুরের ডেইরী ক্লাস্টার সদস‍্যের সাথে মতবিনিময় এবং নিশ্চিন্তপুরে অবস্থিত ডায়েমনশন চীজ ফ‍্যাক্টরী পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনের সময় সঞ্চালনার ভূমিকায় দায়িত্ব পালন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক‍্যাপস্টোন ফেলো এনডিসি।
পরিদর্শনকালে ইফাদ-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আরএমটিপি প্রজেক্টের মাধ‍্যমে উদ‍্যোক্তা পর্যায়ে সাইলেজ উৎপাদনে অত‍্যাধুনিক মেশিনের মাধ‍্যমে বেল ও বস্তা সাইলেজ উৎপাদন এবং আইসিটি ব‍্যাবহারের মাধ‍্যমে অনলাইনে সারাদেশে বাজারজাতকরন করায় সন্তোষ প্রকাশ করেন। রহিমানপুর গ্রামে মিল্ক কালেকশন পয়েন্ট পরিদর্শনকালে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন এবং ডেইরী ক্লাস্টার এর খামারি ও ফরমাল প্রসেসরের (চীজ ফ‍্যাক্টরী) লিংকেজ খুব ভালো হয়েছে বলে মনে করেন এতে খামারিরা বেশ ভালই উপকৃত হচ্ছেন। পরিশেষে চীজ উদ‍্যোক্তাকে(মোসা: মাসুমা খানম) ভবিষ্যতে আরো বেশী পরিমান চীজ উৎপন্ন করার জন‍্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 03:17:41 pm, Tuesday, 22 August 2023
136 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ইফাদ কর্তৃক পিকেএসএফ এবং ইএসডিওর মাঠ পরিদর্শন

আপডেট সময় : 03:17:41 pm, Tuesday, 22 August 2023

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইফাদ-এর আর্থিক সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি-এর নিরাপদ মাংস, দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরন ভেল্যু চেইন উপ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেছেন Mr. Dr. Donal Francis Brown, CBE (Associate Vice-President, Programme Management Department. IFAD), Mr. Arnoud Hameleers (IFAD’s Country Director for Bangladesh), Mr. Md. Fazlul Kader (Additional Managing Director, PKSF), Mr. Dr. Akond Md. Rafiqul Islam (Senior General Manager & Project coordinator, RMTP, PKSF) Dr.Earfan Ali VCPM -RMTP, PKSF, এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়াও উক্ত পরিদর্শনে আরএমটিপি প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন কর্মীবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরএমটিপি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার ৩ টি উপজেলায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন‍্যের বাজার উন্নয়ন প্রকল্পে মোট ২৪৬৯১ জন সদস‍্য নিয়ে এই প্রকল্পটির কার্যক্রম শুরু হয়। যেখানে ২৬ টি চীজ ফ‍্যাক্টরী, ৬৫ জন গোয়ালা, ২ টি ফরমাল বায়ার, ৪৫ জন ইনফরমাল মিল্ক প্রসেসর (মিস্টি দোকান, চা স্টল) ৭৮৫০ খামারীর সাথে সংযোগ এবং ৭৮৫০ খামারির আয় বৃদ্ধি, ভার্মি কম্পোষ্ট প্লান্ট -২০ জন, মাংস প্রক্রিয়াজাতকরন কেন্দ্র -০১টি, ৮৫ জন কসাইকে প্রশিক্ষন প্রদান ও আধুনিকায়নসহ ৪৭৬ জন মানুষের কমংসংস্থান সৃষ্টি ইত‍্যাদি। অতিথিবৃন্দ এই প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে মো: গোলাম সারোয়ার রবিনের গো-খাদ‍্য সাইলেজ উৎপাদন কারখানা, ভার্মি কম্পোষ্ট প্লান্ট, মিল্ক কালেকশন পয়েন্ট, গাভীর খামারি, এলএসপি, গোয়ালা, রেডি ফিড ব্যবসায়ী, রহিমানপুরের ডেইরী ক্লাস্টার সদস‍্যের সাথে মতবিনিময় এবং নিশ্চিন্তপুরে অবস্থিত ডায়েমনশন চীজ ফ‍্যাক্টরী পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনের সময় সঞ্চালনার ভূমিকায় দায়িত্ব পালন করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক‍্যাপস্টোন ফেলো এনডিসি।
পরিদর্শনকালে ইফাদ-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আরএমটিপি প্রজেক্টের মাধ‍্যমে উদ‍্যোক্তা পর্যায়ে সাইলেজ উৎপাদনে অত‍্যাধুনিক মেশিনের মাধ‍্যমে বেল ও বস্তা সাইলেজ উৎপাদন এবং আইসিটি ব‍্যাবহারের মাধ‍্যমে অনলাইনে সারাদেশে বাজারজাতকরন করায় সন্তোষ প্রকাশ করেন। রহিমানপুর গ্রামে মিল্ক কালেকশন পয়েন্ট পরিদর্শনকালে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন এবং ডেইরী ক্লাস্টার এর খামারি ও ফরমাল প্রসেসরের (চীজ ফ‍্যাক্টরী) লিংকেজ খুব ভালো হয়েছে বলে মনে করেন এতে খামারিরা বেশ ভালই উপকৃত হচ্ছেন। পরিশেষে চীজ উদ‍্যোক্তাকে(মোসা: মাসুমা খানম) ভবিষ্যতে আরো বেশী পরিমান চীজ উৎপন্ন করার জন‍্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।