সাঘাটায় ফেনসিডিল জব্দসহ ০৩ মহিলা মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ০৩:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ২২ বার পড়া হয়েছে

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য পাচারকালে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব- ১৩ এর একটি অভিযানিক দল। এসময় ৩ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেচরা গ্রামের পরস মন্ডলের স্ত্রী মোমেনা বেগম (৪৬), একই এলাকার পশ্চিম উচনা গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম (৪৮) ও বগুড়া সদর উপজেলার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক শেখের স্ত্রী মুক্তি বেগম (৩৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে। এসময় ষ্টেশনে গাড়ীর জন্য অপেক্ষমান ওই তিন নারীর কাছ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধ ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা মাদক ব্যবসায় সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এঘটনায় জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। ধৃত আসামিদেরকে সংশ্লিষ্ট বোনারপাড়া রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে।