ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মোটরসাইকেল উদ্ধার ও চোর আটক

- আপডেট সময় : ০৩:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল সুমন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ১ টি চোরাই মোটর সাইকেলসহ একজনকে আটক করেছে পুলিশ।
গত বুধবার রাত ৯ ঘটিকায় সোনার বাংলা রিসোর্ট এর সামনে থেকে একটি নীল রঙের pulsar মোটরসাইকেল চুরি হয়। পরে পুলিশের বিষয় অভিযানে কালিতলা ব্রিজ সংলগ্ন রাস্তার নিচ থেকে মোটরসাইকেলটি উদ্ধার ও চোর কে আটক করেন । তার বাসা দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গাপাড়া গ্রামের মোন্তাজ আলির ছেলে সফিকুল ইসলাম (৩৫) কে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, (সদর সার্কেল) বলেন, আমাদের নতুন পুলিশ সুপার যোগদানের পর থেকে আমরা মাদকবিরোধী অভিযান এবং চুরি প্রতিরোধে আমরা সক্রিয় ছিলাম । গত ২৩ তারিখ (বুধবার) রাতে আমাদের কাছে একটি খবর আসে মোটরসাইকেল চুরির। খবর পাওয়া মাত্রই কিলো ডিউটিতে থাকা এসআই আরিফকে তাৎক্ষণিক বিষয়টি জানাই । উনি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান এবং চোর চক্রের একজনকে আটক করেন। এর সাথে যে চক্রটি রয়েছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি। বিশেষ করে এরা মোটরসাইকেল গুলো কোথায় বিক্রি করে কার কাছে বিক্রি করে । এগুলো আমরা তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসবো। এ চুরি ও মাদক যাতে ঠাকুরগাঁও থেকে বন্ধ হয়ে যায় সে বিষয়ে আমরা কাজ করছি।