পীরগঞ্জের গোরস্থানে ফের কঙ্কাল চুরি- এলাকায় চাঞ্চল্য

- আপডেট সময় : ০৪:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
এক বছর পর আবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার পৌর শহরের ঐতিহাসিক ভেলাতৈড় যৈদ্দপীর গোরস্থানের ১১টি কবর থেকে রহস্যজনকভাবে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন দ্রুত কবরস্থানে গিয়ে নিজ নিজ স্বজনের কবর দেখার জন্য ভীড় করছেন। চুরি হওয়া কবর গুলোর পাশে কংকালের বিভিন্ন হাড় ও গলে যাওয়া মাংসের টুকরো দেখা গেছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, ইউএনও শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুল লতিফ শেখ বলেন, এক থেকে তিন বছরের মধ্যে যে সব লাশ দাফন করা হয়েছে, কবর এখনও ধ্বসে পড়েনি মূলত এসব কবর খুড়ে কংকাল চুরি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছেন।
ইউএনও শাহরিয়ার নজির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১১টি কবরে গর্ত দেখা গেছে। বিষয়টি তদন্তে পুলিশ করছে।
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, কবর থেকে লাশ চুরি হওয়া দুঃখজনক। কংকাল চুরির এ চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।
উল্লেখ্য, গত ২০২২ সালের ৩০ জুলাই পীরগঞ্জ উপজেলা পীরডাঙ্গী কবরস্থান থেকে ১৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।