সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে বিল নার্সারি স্থাপন কার্যক্রমের পোনামাছ অবমুক্ত করণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
- আপডেট সময় : ০১:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারি স্থাপন কার্যক্রমের পোনা মাছ অবমুক্ত করণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নিয়ামতপুর গ্রামে ধরধরিয়া বিলে এইসব পোনা মাছ অবমুক্ত করণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ, ররেন্দ্র রহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আলমগীর মোঃ রুহুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্নসম্পাদক বিষ্ণুপদ রায়, মৎস্য ক্ষেত্র সহকারী রশিদুল ইসলাম, ইউপি সদস্য শাহাজান আলী, দলনেতা নরেশ চন্দ্র রায় প্রমুখ। সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা প্রায় ৩শ কেজি অবমুক্ত করা হয়েছে।