বরগুনার তালতলীতে দুই বছরের সাজা প্রাপ্ত দুইজন গ্রেফতার

- আপডেট সময় : ০২:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

সোহরাব বরগুনা সংবাদদাতা:
তালতলী থানা পুলিশ কর্তৃক দুই বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২(দুই) জন আসামী গ্রেফতার।মঙ্গলবার ২৯ আগষ্ট বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান,এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রনজিত কুমার সরকার, এসআই(নিঃ) আবু জাফর, এসআই(নিঃ) আনোয়ার হোসেন, এসআই(নিঃ) মোঃ রাকিব হোসাইন, এসআই(নিঃ) নাসরিন সুলতানা, এএসআই(নিঃ) কবির সংগীয় ফোর্স সহ তালতলী থানার দুই বছরের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী শাহ আলম মল্লিক, পিতা-আঃ রহমান মল্লিক, মোসাঃ মুকুল বেগম, স্বামী শাহ আলম মল্লিক, উভয় সাং- পূর্ব অংকুজানপাড়া, থানা-তালতলী জেলা-বরগুনাদ্বয়কে আমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এ বিষয়ে তালতলী থানার (ওসি ) মোঃ শহিদুল ইসলাম খান বলেন বরগুনা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় তালতলী থানা পুলিশ মাদকের উপরে যুদ্ধ ঘোষণা করেছেন ,এছাড়াও সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার সহ যেকোনো অপরাধমূলক কর্মকান্ড উপরে তালতলী পুলিশ সজাগ দৃষ্টি রয়েছে । কোন অপরাধী অপরাধ করে, আইনের চোখ ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই , আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।