সংবাদ শিরোনাম ::
বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

নিয়াজ মোর্শেদ নাইম(দুপচাঁচিয়া) বগুড়া প্রতিনিধি।
- আপডেট সময় : ০৫:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ২১ বার পড়া হয়েছে

নিয়াজ মোর্শেদ নাইম(দুপচাঁচিয়া) বগুড়া প্রতিনিধি।
বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার গোকুল এলাকা থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তির নাম হাছান আলী। তিনি রংপুরের পীরগঞ্জের হরিনা এলাকার মৃত ছবি উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মো: রাজিউর রহমান । তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোকুল এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে শ্যামলী পরিবহন বাসে অভিযান চালানো হয়। অভিযানে হাছান আলীর দেহ তল্লাশি করে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।