মাদক ও সন্ত্রাসের সাথে পুলিশের কোন আপোষ নয়- এসআই রেজাউল করিম

- আপডেট সময় : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

মোঃ জনি হোসেন, করিমগঞ্জ প্রতিনিধি।
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদে সমাজ গড়ি আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে করিমগঞ্জ উপজেলা জয়কা ইউনিয়নের নানশ্রী মুদির বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে করিমগঞ্জ উপজেলা জয়কা ইউনিয়নের নানশ্রী মুদির বাজারে এলাকাবাসী ও জনগণের উপস্থিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তার বাল্যবিবাহ ইভটিজিং কিশোরগ্যাং জঙ্গিবাদ চুরি ডাকাতি ছিনতাই, সাইবার ক্রাইম নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ যৌতুক অস্ত্রবাজ, চাঁদাবাজ, মদ গাঁজা, হিরোইন ফেনসিডিল ইয়াবা আত্মহত্যা প্রবণতা অনলাইন জুয়া জাল নোটের বিস্তার গবাদি পশু চুরি জমি সংক্রান্ত অপরাধ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বিট অফিসার (এসআই)মো.রেজাউল করিম বলেন মাদক হচ্ছে সকল অপরাধের মা মাদক যুব সমাজ কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যার ভয়াবহ ছোবল ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজকে মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ করছে তাই আপনাদের সন্তানের প্রতি সর্তকতা থাকতে হবে আপনার সন্তানের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন আপনার সন্তান কখন কোথায় কোন বন্ধু বান্ধবীদের সাথে কোথায় যায়,কি করে তার খোঁজ খবর রাখুন সন্ধ্যার মধ্যেই আপনার সন্তানকে বাড়িতে আসতে তাগাদা দিন আপনাদের সন্তানরা যাতে কোন অপরাধের সাথে জড়িত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক কারবারি কারা কোথায় কখন কিভাবে মাদক বিক্রয় করছেন সেই তথ্য গুলো আমাদের জানান আমরা ঐমাদক কারবারিদের আইনের আওতায় নিয়ে আসব।অপরাধের সাথে জড়িত,সে যতই শক্তিশালী হোক না কেন কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না তাদের শিকড় বাকড় উপড়ে ফেলা হবে।সঠিক তথ্যের ভিক্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান কালে সেখানে যদি কোনো প্রভাবশালী বা মাদক কারবারীরা বাধা প্রদান করে পুলিশ তাদের পাল্টা জবাব দিবে।পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তথ্য দাতার পরচিয় গোপন থাকবে।
তিনি আরো বলেন সরকার নারী নির্যাতন, ধর্ষন, বাল্যবিবাহ, ইভটিজিং,সন্ত্রাস দমন, কিশোরগ্যাং জঙ্গী দমন ও মাদক সংশ্লিষ্টদের কোন ছাড় নেই সে যেই দলেরই হোক না কেন এবং করিমগঞ্জ উপজেলা যাতে নারী নির্যাতন,ধর্ষন,বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং, জঙ্গী দমন ও মাদক এর মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশা পাশি সকলের খেয়াল রাখতে হবে।উক্ত বিট পুলিশিং সভায় অনেকেই তাদের বক্তব্যে নানা ধরনের মিথ্যা হয়রানি মূলক মামলা উপজেলার যানজট, মাদক নিরসনে কার্যকরী পদক্ষেপ,জুয়া খেলা নির্মুল, চুরি রোধে আইনি প্রতিকার সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে থানা পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর আহবান জানান।