হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতে চায় মা-বাবা
হারিয়েছে ১৬ বছরের মোঃ আব্দুর রাজ্জাক

- আপডেট সময় : ০৮:০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট:
অফিসার ইনর্চাজ দেবীগঞ্জ থানা, পঞ্চগড়।
বিষয় : অভিযোগ প্রসঙ্গে।
সবিনয় নিবেদন এই যে, আমি বাদী মোঃ ফজল আলী, এনআইডি নং-৭৩০৬০৫২০৯৮ পিতা মৃতঃ জসিমউদ্দীন, সাং দেবীগঞ্জ থানাপাড়া, থানা-দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়। খানর হাজির হইয়া এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমার ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (১৬), ১৫/০৮/২০১৩ইং তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় বাড়ি হইতে দেবীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ইহার পর ছেলে আব্দুর রাজ্জাক বাড়ীতে ফিরে না আসায় আমি সহ আমার পরিবারের লোকজন আব্দুর রাজ্জাককে খোজাখুজি করিতে থাকি। খোজাখুজির একপর্যায় মোঃ আব্দুর রাজ্জাক কে অদ্যবধি কোথাও খুজিয়া পাওয়া যাইতেছে না মর্মে আমার ছেলে আব্দুর রাজ্জাক নিখোজ হওয়ার বিষয়ে ভবিষ্যতের জন্য আপনার থানায় অত্র অভিযোগ আনায়ন করিলাম।
অতএব প্রার্থনা এই যে, আমার ছেলে আব্দুর রাজ্জাক নিখোজ হওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে জনাবের মর্জি হয়।
আমার ছেলে মোঃ আব্দুর রাজ্জাকের দৈহিক বর্ণনাঃ ০১। নামঃ মোঃ আব্দুর রাজ্জাক, বয়স ১৬ বছর, উচ্চতা-৩৪ ফিট ০৭ ইঞ্চি, গায়ের রং-শ্যামলা মুখমণ্ডল- সামান্য গোলাকার, স্বাস্থ্য হালকাপাতলা, পরণে হলুদ রঙের শার্ট ও জিন্স প্যান্ট ছিল। তাহার ব্যবহৃত মোবাইল নং-০১৭২২৫৯৬০৫২
IMEII. 357567590365752 IME12. 357685760365756
নিবেদক ফজল (মোঃ ফজল আলী) মোবাইল নং- 01301708276
নিউজ রুম এডিটর / রেজাউল ইসলাম।