পীরগঞ্জে ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সভা
পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রলীগের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ভোমরাদহ ইউনিয়ন ছাত্রলীগ এ সভার আয়োজন করেন।
সভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সহ সভাপতি এবাইদুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রিমেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সুমন ইসলাম,যুগ্ন সম্পাদক পরিজুল ইসলাম রিদয়, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রজনী কান্ত, পাঠাগার বিষয়ক সম্পাদক রিপন আলী সবুজ, দুই নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নয়ন, তিন নং ওয়ার্ড সম্পাদক রঞ্জন, সাত নং ওয়ার্ড সভাপতি নুরুজ্জামান প্রমুখ।
সভায় ভোমরাদহ ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী চলতি মাসের ১৩ থেকে ২৭ তারিখের মধ্যে ওয়ার্ড কমিটি গুলো গঠন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।