পঞ্চগড়ে প্রাইভেট কার এর ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

- আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে’র তেঁতুলিয়া উপজেলায় প্রাইভেট কার এর ধাক্কায় বাইসাইকেল আরোহী মোঃ ইসা মিয়া (বাদল মাস্টার) ৭০ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৭ – সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দুইটার সময় উপজেলার পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের আজিজ নগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রাইভেট কার এর মালিক তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। দূর্ঘটনার সময় তার ছেলে মোঃ শ্রাবন (২৭) মহাসড়কের উপর দিয়ে গাড়ি চালিয়ে বাংলাবান্ধা’র দিকে যাচ্ছিলেন। অপরদিকে নিহত মোঃ ইসা মিয়া তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকার বাসিন্দা ও গুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। ঘটনার সময় নিহত মোঃ ইসা মিয়া আজিজ নগর বাজার হতে বাইসাইকেল যোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। তিনি পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কে ওঠার আগেই প্রাইভেট কার নিয়ন্ত্রণ হাড়িয়ে মহাসড়ক থেকে স্থানীয় বাসিন্দার সুপারি গাছ ভেঙ্গে, গোবরে’র ঢিপি এর উপর দিয়ে বিপরীত সড়কে থাকা মোঃ ইসা মিয়া’কে ধাক্কা দিয়ে পরের আমবাগানে গিয়ে থামে। পরে স্থানীয়রা মোঃ ইসা মিয়া’কে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কার এর মাত্রাতিরিক্ত গতির কারনে গাড়ি নিয়ন্ত্রণ হাড়িয়ে পাশের অন্য একটি রাস্তায় গিয়ে মোঃ ইসা মিয়া ‘কে ধাক্কা দেয়। ঘাতক প্রাইভেট কার এর চালক মোঃ শ্রাবন নেশা গ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
সে এর আগেও তেঁতুলিয়া উপজেলার কালান্দিগছ এলাকায় এক বয়স্ক ব্যক্তিকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। সেখানে আহত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয়রা। তারা বলেন, ছেলেটি খুব খারাপ। সবসময় নেশা করে। আমরা তার বিরুদ্ধে কিছু বলতে পারবো না। তবে সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীর কঠোর আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সকলেই। এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন মোল্লা বলেন, ঘাতক প্রাইভেট কার টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট করে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের এ এস আই মোঃ আবুল হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান।