সংবাদ শিরোনাম ::
পুলিশের উপর হামলা পীরগঞ্জে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার: গ্রেফতার ৫

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
- আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে

পীরগঞ্জ, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ ৫ জন কে গ্রেপ্তার করেছেন পুলিশ। শনিবার গভীর রাতে পীরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সেনাগঁও ইউনিয়নের হরসুয়া জালিয়া পাড়া গ্রামে লেবু দাসের বাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল সহ লেবু দাস, চন্ডিদাস, ভাদ্রী, বিক্রম ও উলছরি বালা ৫ জন কে গ্রেপ্তার করেন।
পুলিশি অভিযানের সময় লেবু দাসের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে ধৃত আসামী ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে এসআই সজল বসাক ও কনেস্টবল নাজমুল হক আহত হন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় মাদক ও পুলিশে উপর হামলার জন্য পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও কোটে চালান দেওয়া হয়েছে।