সদরপুরের পিয়াজখালীতে ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা

- আপডেট সময় : ০২:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী বাজারে ভাই ভাই নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্ঠা চালিয়েছে দুরবিত্তরা। ব্যাবসা প্রতিষ্ঠানে মালিক শাহীন খান জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে আমি বাড়ি যাই। আজ বুধবার সকালে দোকান খুলতে গেলে দোকান ঘরের ভিতরে জ্বালানি তেল ভর্তি তিনটি বোতল যার মাথায় কাপড় দিয়ে মোড়ানো এবং পাশেই পাটকাঠি দেখতে পাই। দুরবিত্তরা তেল ভর্তি বোতল ও পাটকাঠি দিয়ে আমার ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্ঠা চালয়। তিনি আরো বলেন, সম্প্রতি পিয়াজখালী বাজার বণিক সমিতির নির্বাচনে আমি বর্তমান বাজার কমিটির সভাপতিকে সমর্থন করায় পরাজিত প্রতিপক্ষ আমাকে বেশকিছু দিন যাবৎ হুমকি দিয়ে আসছে। আমি ধারনা করি প্রতিপক্ষই এ ঘটনা ঘটাতে পারে।এ ব্যাপারে বাজার বণিক সমিতির সভাপতি সিদ্দিক খান ও সাধারন সম্পাদক শুকুর আলী বলেন, ঘটনাটি কোন একটি পক্ষ পরিকল্পিত ভাবে ঘটানোর চেষ্ঠা চালিয়েছে। তবে যে বা যারা এই চেষ্টা করেছে তাতে শুধু শাহীনের দোকানা না বাজারের প্রতিটি দোকানেই আগুন লেগে যেত। এ ঘটনার সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হোক।বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সুমন বেপারী জানান, এ ঘটনা ঘটলে বাজারের ব্যাবসায়ীরা সয়-সম্বল হারিয়ে নিঃশ্ব হয়ে যেত। এতে করে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতো বলে ধারন করছি।উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার ও সদরপুর থানা পুলিশ উক্ত ঘটনা স্থল পরিদর্শন করেছেন।