9:53 am, Saturday, 27 July 2024

ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় লিড খামারীদের উন্নততর বিষয় প্রশিক্ষন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর উপ-প্রকল্প-‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ প্রকল্পের মাধ‍্যমে নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও শাখার আয়োজনে ২৩ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লিড খামারিদের জন্য প্রাণিসম্পদ বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর বিষয়ে ৫ দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রধান কার্যালয়ের জনাব মো: খতিবর রহমান, এপিসি ইএসডিও, প্রকল্প ব‍্যাবস্থাপক ডা:বাবুল চন্দ্র বর্মন, প্রশিক্ষক ডা:সোহেল রানা (গ‍্যাপ ট্রেইনার) ঠাকুরগাঁও এবং সহকারী পরিচালক মো:রাহাত হোসেন নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও। এসময় মো: খতিবর রহমান তার ব্যক্তব্যে বলেন, ইএসডিও আরএমটিপি প্রকল্পের আওতায় এই ধরনের প্রশিক্ষন যুবকদের আত্মকর্মসংস্থান ও পরিবারে আয় বাড়ানোর ক্ষেত্রে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাশাপাশি খামার থেকে নিরাপদ দুধ এবং নিরাপদ মাংস উৎপাদনে ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 11:22:27 am, Wednesday, 27 September 2023
87 বার পড়া হয়েছে
error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে আরএমটিপি প্রকল্পের আওতায় লিড খামারীদের উন্নততর বিষয় প্রশিক্ষন

আপডেট সময় : 11:22:27 am, Wednesday, 27 September 2023

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর উপ-প্রকল্প-‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ প্রকল্পের মাধ‍্যমে নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও শাখার আয়োজনে ২৩ হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত লিড খামারিদের জন্য প্রাণিসম্পদ বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর বিষয়ে ৫ দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রধান কার্যালয়ের জনাব মো: খতিবর রহমান, এপিসি ইএসডিও, প্রকল্প ব‍্যাবস্থাপক ডা:বাবুল চন্দ্র বর্মন, প্রশিক্ষক ডা:সোহেল রানা (গ‍্যাপ ট্রেইনার) ঠাকুরগাঁও এবং সহকারী পরিচালক মো:রাহাত হোসেন নিউলাইট যুব প্রশিক্ষন কেন্দ্র ঠাকুরগাঁও। এসময় মো: খতিবর রহমান তার ব্যক্তব্যে বলেন, ইএসডিও আরএমটিপি প্রকল্পের আওতায় এই ধরনের প্রশিক্ষন যুবকদের আত্মকর্মসংস্থান ও পরিবারে আয় বাড়ানোর ক্ষেত্রে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পাশাপাশি খামার থেকে নিরাপদ দুধ এবং নিরাপদ মাংস উৎপাদনে ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।