ঠাকুরগাঁওয়ের উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন

- আপডেট সময় : ১২:৩৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার উত্তর মন্ডলাদাম কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উক্ত কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন করা হয়। এর মাধ্যমে অত্র থানার প্রত্যন্তঅঞ্চলের মানুষজন স্বাস্থ্যসেবা পাবে। সপ্তাহের শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদে বাকি দিন ক্লিনিক খোলা থাকবে। সকাল ০৯ টা থেকে শুরু হয়ে বিকাল ০৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে। স্থানীয় মানুষজন আবেগঘন হয়ে এই সরকারের প্রশংসা করেন। গ্রাম্য এলাকায় পাবে স্বাস্থ্যসেবা, এতেই তারা অনেক আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন ডা. নুর নেওয়াজ, সিভিল সার্জন ঠাকুরগাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন, ডা. আবুল বাসার মো: সায়েদুজ্জামান সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।