পবিত্র ঈদে মিলাদুন্নবী জাতীয় দিবসে উত্তোলন করেন নি পতাকা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
জাতীয় যে কোন দিবসে অধিকাংশ সময় খোলা হয়না অফিস উত্তোলন করেন না জাতীয় পতাকা। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসায় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। গত ১১ ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখের আন্তঃমন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম দিন পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে দেশের সকল সরকারি, আধা-সরকারী, সায়ত্বশাসিত, বেসরকারি সহ সকল প্রতিষ্ঠানকে উক্ত দিবসটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এই দিনে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম উম্মাহ নয়নমণি ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল সহ ইসলামের শান্তি, সৌহার্দ্য, প্রগতিশীল, সহিঞ্চুতা, মানবাধিকার, বিশ্ব ভ্রাতুত্ব সহ নবী মোহাম্মদ (সাঃ) বিষয় আলোকপাত করার কথা উল্লেখ করা হয়েছে।
কিন্তু সরকারের এই মহৎ উদ্যোগ হিসেবে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে বিশেষ দিবসটিকে পালন না করে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা করেননি মাদ্রাসাটি। সরকারি যে কোন জাতীয় দিবসেও জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় মুসলিম সহ সর্বসাধারণের ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, আমাদের এলাকার মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে নানা অনিয়মের মধ্যে চলছে। প্রতিষ্ঠান প্রধান সরকারি নিয়ম নীতি তোয়াক্কা করেন না। তারা বলেন, আজকে দিনটা মুসলিম উম্মাহর জন্য একটি আনন্দের দিন কারণ আজকের এই দিনে আমাদের প্রিয় মুসলিম জাহানের পথ প্রদর্শক হযরত মোহাম্মদ (সাঃ) শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম দিন ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরকার আজকের দিনটিকে জাতীয় দিবসকে যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা প্রদান করেছেন। তারা চরম ক্ষোভের সাথে বলেন, আমরা মুসলিম এবং শিক্ষা প্রতিষ্ঠানটিও মুসলমানদের সন্তান লেখা পড়া করে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে এই দীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের সন্তানরা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী সম্পর্কে কি জানতে পারে।
এ বিষয় মাদ্রাসার সুপার আল-আমীন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি অসুস্থ্য এর বাইরে তিনি কোন মন্তব্য করতে চায়নি।
মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকে একটি জাতীয় দিবসে মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি আমি শুনেছি এবং তিনি বলেন আপনি সুপার আল-আমীন এর সাথে যোগাযোগ করুন।
ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আজকে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান পালন করা আবশ্যিক কিন্তু কেন মন্ডলাদাম নেছারিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করেননি এবং পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করেন নি এবিষয়ে তদন্ত সাপেক্ষে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।