সাঘাটায় প্রতারণার করার উপকরণ জব্দসহ প্রতারক গ্রেফতার

- আপডেট সময় : ০৪:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রতারণা কাজে ব্যবহৃত মৃত মানুষের মাথার খুলি-হাড়দন্ড ও যাদুর বইসহ অন্যান্য উপকরণ জব্দ করেছে পুলিশ। এসময় জয়নুল আবেদীন জয় (৪৩) নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত জয়নুল আবেদীন জয় নামের যুবক সে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের হাছান আলী ব্যাপারীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জয়নুল আবেদীন জয়ের বাড়িতে সাঘাটা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি মাথার খুলি ও হাড় দন্ড, ৪টি ওয়াকিটকি সেট চার্জার, ১টি কালা যাদুর বই, বিভিন্ন ব্যাংকের চেক বই ৫৫টি, সিসি ক্যামেরা ১০টি, ভিডিও রেকর্ডার ১টি, স্যামসাং মনিটর ১টি জব্দ করা হয়। ধৃত জয়কে জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কাজে এসব মালামাল নিজ হেফাজতে রেখে প্রতারণার কাজে ব্যবহার করে আসছিলেন বলে স্বীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল-মামুন, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান,
সাঘাটা থানার ওসি রাকিব হোসেন প্রমুখ।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮