সংবাদ শিরোনাম ::

গাইবান্ধায় মিশুক অটোভ্যান উদ্ধারসহ গ্রেফতার -৪

মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক আজকের কন্ঠের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত মিশুকভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় ধারালো ছুরি ও মিশুকভ্যানসহ অপরাধ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতারকৃত হলেনঃগাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)। প্রেস কনফারেন্সে বলা হয়, শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃত যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত মিশুক অটো ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই সময় ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ব্যাটারী চালিত মিশুক অটোভ্যানসহ একটি ধারালো ছুরি জব্দ করা হয়।  প্রেস কনফারেন্সে পুলিশ সুপার কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা পরস্পরের যোগসাজসে সন্ধ্যার দিকে গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নামক স্থানে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে ধারালো ছুরি দিয়ে বিভিন্ন রকমের মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে ব্যাটারীচালিত মিশুক অটোভ্যানটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

গাইবান্ধায় মিশুক অটোভ্যান উদ্ধারসহ গ্রেফতার -৪

আপডেট সময় : ০২:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃগাইবান্ধার সদর উপজেলায় যাত্রী সেজে ব্যাটারিচালিত মিশুকভ্যান ছিনতাইয়ের চেষ্টা করার সময় ধারালো ছুরি ও মিশুকভ্যানসহ অপরাধ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (৭ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেফতারকৃত হলেনঃগাইবান্ধা সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের কায়ছার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০) ও আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)। প্রেস কনফারেন্সে বলা হয়, শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় গোপালপুর বাজারের পশ্চিম পাশে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় গ্রেফতারকৃত যাত্রী সেজে একটি ব্যাটারিচালিত মিশুক অটো ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। ওই সময় ৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছে থেকে ব্যাটারী চালিত মিশুক অটোভ্যানসহ একটি ধারালো ছুরি জব্দ করা হয়।  প্রেস কনফারেন্সে পুলিশ সুপার কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিরা পরস্পরের যোগসাজসে সন্ধ্যার দিকে গাইবান্ধা পৌর শহরের ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নামক স্থানে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে ধারালো ছুরি দিয়ে বিভিন্ন রকমের মৃত্যুর ভয়ভীতি প্রদর্শনসহ কিলঘুষি মেরে ব্যাটারীচালিত মিশুক অটোভ্যানটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেই ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, ইব্রাহিম হোসেন, আবদুল্লাহ আল মামুন, সদর থানার ওসি মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন প্রমুখ।