সংবাদ শিরোনাম ::
জামালপুরে মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র দাখিল বাগেরহাট -৩ মনোনয়নপত্র জমা দিলেন উপমন্ত্রী হাবিবুন নাহার এসো গড়ি রক্তের বন্ধন(সুন্দরগঞ্জ, গাইবান্ধা,রংপুর) এর ফ্রি ব্লাড ক্যাম্পিং ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জনের মনোনয়নপত্র দাখিল জয়পুরহাটে মিটার ও ট্রান্সফর্মার চুরি চক্রের মূলহোতাসহ ১৫ জন গ্রেপ্তার পঞ্চগড়ের দেবীগঞ্জে আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) মনোনয়নপত্র জমা দিলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সাদুল্লাপুরে স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া সেই স্বামীর প্রাণ গেল ট্রেনে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠনঃআমিনুল সভাপতি, যাদু সম্পাদক

ফুটবল খেলার জম্ম কথা ,

মোছা:সাহানা খাতুন।
  • আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক আজকের কন্ঠের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ফুটবল একটি দলগত খেলা।এটি বৈশ্বিকভাবে ব‍্যাপক জনপ্রিয় একটি খেলা। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়,যার প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে। অনেকর মতে,১২০০ শতাব্দীতে ফুটবল খেলার জম্ম হয় চীনে।চীনাদের জনপ্রিয় খেলা ছিল এ ফুটবল।চীনা ভাষায় খেলাটির নাম ‘টু সু ছু পা’।’টু সু’এর অর্থ পা দিয়ে লাথি মারা এবং ‘ছু পা’ অর্থ চামড়ার তৈরি বল।তবে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়,ফুটবল খেলা প্রথম শুরু হয় গ্রিক এবং রোমান সম্প্রদায়ের মধ্যে খ্রিষ্টপূর্ব ৩৫০ সালের দিকে।প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলতে,তার মধ্যে কিছু কিছু খেলা পা ব‍্যবহার করে খেলত।রোমানদের মধ্যে যে খেলাটির প্রচলন ছিলো সেটির নাম ছিল “হারপাস্টাম”। এ খেলার ধরন বতর্মানের ফুটবল খেলার মতোই ছিলো।ইংল‍্যান্ডে প্রথম এ খেলা শুরু হয় ১০৬৬ সালে।১৫২৬: ফুটবল ম‍্যাচে প্রথম বুটের প্রচলন হয়।১৫৮০:মহিলাদের ফুটবলে অংশ গ্রহণ করেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে স্কটল‍্যান্ডের এডিনবার্গে ফুটবলে গোলের ব‍্যবহার শুরু হয়।১৮২৪-১৮৪১:প্রথম ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির নাম ছিলো Foot-Ball Club। ৫ মার্চ ১৮৭০ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ড ও স্কটল‍্যান্ডের মধ্যকার খেলাটি গোলশূন‍্য ড্র হয়।৩০ নভেম্বর মাসের ১৮৭২ ফিফা স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ড ও স্কটল‍্যান্ডের মধ্যকার খেলাটি গোলশূণ ড্র হয়। ১৮৭৭ সালে খেলাটির সময় নির্ধারিত হয় ৯০ মিনিট।১৮৯০ সালে গোলপোস্টের পেছনে জাল ব‍্যবহার করা হয়।১৮৯১ সালে সর্ব প্রথম পেনাল্টি কিকের নিয়ম চালু হয়।২১ মে মাসের ১৯০৪ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা FIFA প্রতিষ্ঠিত হয়।১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

ফুটবল খেলার জম্ম কথা ,

আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

 

ফুটবল একটি দলগত খেলা।এটি বৈশ্বিকভাবে ব‍্যাপক জনপ্রিয় একটি খেলা। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় খেলাটি সকার নামে পরিচিত। এটি দুই দলের মধ্যে খেলা হয়,যার প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় থাকে। অনেকর মতে,১২০০ শতাব্দীতে ফুটবল খেলার জম্ম হয় চীনে।চীনাদের জনপ্রিয় খেলা ছিল এ ফুটবল।চীনা ভাষায় খেলাটির নাম ‘টু সু ছু পা’।’টু সু’এর অর্থ পা দিয়ে লাথি মারা এবং ‘ছু পা’ অর্থ চামড়ার তৈরি বল।তবে ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়,ফুটবল খেলা প্রথম শুরু হয় গ্রিক এবং রোমান সম্প্রদায়ের মধ্যে খ্রিষ্টপূর্ব ৩৫০ সালের দিকে।প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলতে,তার মধ্যে কিছু কিছু খেলা পা ব‍্যবহার করে খেলত।রোমানদের মধ্যে যে খেলাটির প্রচলন ছিলো সেটির নাম ছিল “হারপাস্টাম”। এ খেলার ধরন বতর্মানের ফুটবল খেলার মতোই ছিলো।ইংল‍্যান্ডে প্রথম এ খেলা শুরু হয় ১০৬৬ সালে।১৫২৬: ফুটবল ম‍্যাচে প্রথম বুটের প্রচলন হয়।১৫৮০:মহিলাদের ফুটবলে অংশ গ্রহণ করেন। ষোড়শ শতাব্দীর শেষের দিকে স্কটল‍্যান্ডের এডিনবার্গে ফুটবলে গোলের ব‍্যবহার শুরু হয়।১৮২৪-১৮৪১:প্রথম ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হয়। ক্লাবটির নাম ছিলো Foot-Ball Club। ৫ মার্চ ১৮৭০ সালে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ড ও স্কটল‍্যান্ডের মধ্যকার খেলাটি গোলশূন‍্য ড্র হয়।৩০ নভেম্বর মাসের ১৮৭২ ফিফা স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়। ইংল‍্যান্ড ও স্কটল‍্যান্ডের মধ্যকার খেলাটি গোলশূণ ড্র হয়। ১৮৭৭ সালে খেলাটির সময় নির্ধারিত হয় ৯০ মিনিট।১৮৯০ সালে গোলপোস্টের পেছনে জাল ব‍্যবহার করা হয়।১৮৯১ সালে সর্ব প্রথম পেনাল্টি কিকের নিয়ম চালু হয়।২১ মে মাসের ১৯০৪ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা FIFA প্রতিষ্ঠিত হয়।১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়।