বরগুনায় রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্বোধন” নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
বরগুনা রিপোর্টার্স ইউনিটির নতুন অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বরগুনা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম মান্নু, অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং অনুষ্ঠানের সঞ্চালনা করেন রুদ্র রুহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা, সাবেক বিচারক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, বরগুনা নারী ও শিশু আদালতের পিপি মোস্তাফিজুর রহমান বাবুল, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান, বরগুনা সদর উপজেলা ৭নং ঢলুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন সহ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুল আলম মান্নু বলেন, বরগুনা জেলার পেশাদার সাংবাদিকতাই হবে রিপোর্টার্স ইউনিটি।
অনুষ্ঠানে বক্তব্যে ৭নং ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি ও বরগুনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক স্বপন বলেন, আমরা বিশ্বাস করি বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা হবে দেশের কল্যানে, মানুষের কল্যানে ও জাতির কল্যানে। আমরা আশা করবো তাদের লেখনির মাধ্যমে সমাজ বিরোধী, দূর্নীতিবাজ, ও সকল অপরাধ ফুটিয়ে তুলে দেশের সুনাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমার সংগঠনের সকল সাংবাদিক হবে পেশাদার সাংবাদিক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এরা বদ্ধপরিকর। বরগুনা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি রুদ্র রুহান বলেন, সাংবাদিকদের শিক্ষার কোন বিকল্প নাই, বরগুনা রিপোর্টার্স ইউনিটিতে প্রতি মাসে কমপক্ষে দুইটি ফ্রী ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, আপনাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি, আপনারা সকল অন্যায় অপরাধের সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কাস্টমস ও ভ্যাট আপিলাত ট্রাইবুনাল এর সাবেক বিচারক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম বলেন, স্বাধীনতার সময় দেশের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা বলেন, দেশের অন্যান্য জেলার থেকে এখনো বরগুনা অনেক পিছিয়ে রয়েছে। তাই বরগুনাকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং এমন কোন তথ্য প্রচার করা যাবে না যাতে কারো সম্মান হানী হয়।
বরগুনা জেলা নারী ও শিশু আদালতের বিজ্ঞ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশার সুনাম ধরে রাখবে বরগুনা রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকবৃন্দ। এটাই আমরা কামনা করছি। বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম বলেন, আপনাদের এই নতুন করে পথ চলা কে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনারা যদি মনে করেন বিগত দিনের কিছু কিছু সংশোধন করা দরকার সেগুলো সংশোধন করে নিবেন। আপনাদের আগামী দিনের পথ চলা উন্নত এবং সমৃদ্ধ হবে। দেশ তথা বরগুনার উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন এটাই আশা করছি। বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, আমরা আপনাদের কাছ থেকে ইতিবাচক সাংবাদিকতা আশা করবো, সরকারের যে উন্নয়নমূলক কর্মকান্ড আছে এগুলো নিয়েই আমরা বরগুলাকে এগিয়ে নিতে চাই। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আমরাও আপনাদের সকল সামাজিক ও জনকল্যাণমূলক নেতিবাচক কাজে সব সময় সহযোগিতা করব।