করিমগঞ্জে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস এই স্লোগানকে সামনে রেখে করিমগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিনম্র শ্রদ্ধা,যথাযথ মর্যাদা পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কনিষ্ঠ পুত্র‘ শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।পুষ্প্যমাল্য অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া করিমগঞ্জ উপজেলা প্রাঙ্গণে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু, সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল এএসপি একেএম শাহীন মন্ডল করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান এসআই আবু তাহের এস আই আসাদুজ্জামান আসাদ,সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।