5:51 am, Saturday, 27 July 2024

কালীগঞ্জে কেক কেটে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

মোঃ লোকমান হোসেন পনির, (কালীগঞ্জ) গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৭৫এর ১৫ আগস্ট ঘৃনিত খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। তারা নিষ্পাপ শিশু রাসেলকেও হত্যার নির্মমতা থেকে ছাড় দেয়নি। আজ তার ৫৯তম জন্মদিন। আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যায়। তাঁদের একজন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস এম রবীন হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টিপু সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা শেষে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এর আগে সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 02:08:21 pm, Wednesday, 18 October 2023
89 বার পড়া হয়েছে
error: Content is protected !!

কালীগঞ্জে কেক কেটে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

আপডেট সময় : 02:08:21 pm, Wednesday, 18 October 2023

গাজীপুরের কালীগঞ্জে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ৭৫এর ১৫ আগস্ট ঘৃনিত খুনীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করে। তারা নিষ্পাপ শিশু রাসেলকেও হত্যার নির্মমতা থেকে ছাড় দেয়নি। আজ তার ৫৯তম জন্মদিন। আল্লাহর মেহেরবানীতে বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যায়। তাঁদের একজন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, পৌর মেয়র এস এম রবীন হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি জুয়েনা আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টিপু সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভা শেষে বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এর আগে সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।