নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজর বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ শাখায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ইংরেজি ও বাংলা ভার্সনের ১২টি গ্রুপের ২১৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মওলা। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. গাজীউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উচ্চ মানের সংস্কৃতি চর্চা সম্পর্কে জানানোর ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত হবে বলে আমি আশা করি। এ ধরনের সংস্কৃতি চর্চার মাধ্যমে জঙ্গীবাদ দেশপ্রেম ও মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ অতিথি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. গাজীউর রহমান বলেন, নওগাঁয় এ ধরনের আয়োজন সত্যিই অনেক মনোমুগ্ধকর। একমাত্র সংস্কৃতিক চর্চাই পারে শিক্ষার্থীদের মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শরিফুর রহমান তার বক্তব্যে বলেন, ২০০৬ সাল থেকে শুরু হওয়া প্রতিষ্ঠানটিতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের ফলে সুপ্ত প্রতিভা জাগ্রত হয়। যা শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করে। শ্রেণি শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থধারার সংস্কৃতি চর্চার যে অভাব পরিলক্ষিত হয়, তা এই অনুষ্ঠানের মাধ্যমে পূরণে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।