চিতলমারীতে যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে তিন শতাধিক শিক্ষার্থীর শপথ গ্রহণ

- আপডেট সময় : ০১:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারীতে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ রোধের শপথ নিয়েছে তিন শতাধিক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধ ক্যাম্পেইনে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যৌন হয়রানী প্রতিরোধ ও বাল্য বিবাহ নিরোধ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধ কল্পে শপথ বাক্য পাঠ করেণ। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়েল সকল শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবক ও বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮