সংবাদ শিরোনাম ::
ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ

জামালপুর জেলা প্রতিনিধি।
- আপডেট সময় : ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ও মসজিদে আকসা পুনরুদ্ধার এবং মজলুম ফিলিস্তিনদের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তাওহীদি জনতা।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর শহরের মির্জা আজম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের তাওহীদি জনতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুফতি সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি মোস্তফা কামাল সহ আরো অনেকে।
এসময় বক্তারা ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান তারা।