বরগুনার তালতলীতে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের ব্যাপক প্রস্তুতি

- আপডেট সময় : ০৩:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে শারদীয় দুর্গাপুজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে তালতলী থানার বিভিন্ন পূজা মণ্ডপে মোতায়েন করা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ অক্টোবর) তালতলী থানা চত্বরে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠানে নির্দেশনামূলক বক্তব্য দেন তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদার মোল্লা। তারা বলেন, দুর্গোৎসব ঘিরে ইতোমধ্যে এই উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে। তালতলী উপজেলায় এ বছর ১৩টি পুজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের চলমান শারদীয় দুর্গোৎসব তালতলী থানাধীন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে। বরগুনা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট সুদক্ষভাবে দায়িত্ব পালন করবে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।কারও আতঙ্কিত হওয়ার কিছু নাই বলেও জানান তিনি। সকলকে শারদীয় শুভেচ্ছা।
নিউজ এডিটর অফিস/ রেজাউল ইসলাম ০১৭৪৬৩১০৮৪৮