বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে জয়পুরহাটে মতবিনিময় ও প্রস্তুতি সভা
আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকাতে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে জয়পুরহাটে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ব্যানারে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের বদর মাস্টার রোডে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি এ্যাড. তানজির আল ওহাবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নাফিজুর রহমান পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জেলা স্বেচ্ছসেবক সাবেক সভাপতি মুশফিকুল রহমান বুলু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী রাব্বী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, বিএনপি নেতা ফজলে বিন রয়েল, আব্দুস সামাদ বাবু, দেলোয়ার হোসেন চপল, কাজী আসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বক্তরা, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত জয়পুরহাটের বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে রাজপথে থাকার আহবান জানান।