মাতারবাড়িতে হবেগভীর সমুদ্র বন্দর…

- আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

মাতারবাড়ি বন্দর হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের,কক্সবাজার জেলার,মাতারবাড়ি এলাকার প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর।কক্সবাজার জেলার মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লাবাহী জাহাজ ভেড়ানো জেটিকে সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ বাণিজ্যক বন্দর হিসাবে নির্মাণ করা হবে।এই বন্দরে অন্তত ১৫ মিটার গভীরতা বা ড্রাফটের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে।প্রস্তাবিত মাতারবাড়ি বন্দরের গভীরতা ১৬ মিটার হওয়ায় প্রতিটি জাহাজ ৮ হাজারের বেশি কন্টেইনার আনতে পারবে।বর্তমানে,৯-মিটারের চেয়ে কম খসড়া গভীরতা জাহাজ দেশের দুইটি সমুদ্র বন্দর চট্টগ্রাম এবং মোংলাতে প্রবেশ করতে পারে।মাতারবাড়ি বন্দর স্থাপনের কাজে প্রায় ১৪.৩ কিলোমিটার দীর্ঘ একটি নৌ-চ্যানেল তৈরি করছে জাইকা।প্রধাণ ন্যাভিগেশনাল চ্যানেল ৩৫০ মিটার প্রশস্ত। সে সাথে বন্দরের অর্থায়নে নির্মাণ করা হবে ১০০ মিটার দীর্ঘ জেটি।২০২২ সালে আগস্টের মধ্যে একটি কয়লাটার্মিনাল নির্মাণ করা হবে এবং ২০২৬ সালের নভেম্বর মাসে গভীর সমুদ্র বন্দরটির বহুমুখী র্টামিনাল কন্টেইনার জাহাজের জন্য প্রস্তত হবে।