সংবাদ শিরোনাম ::
নওগাঁয় জাতীয় সমবায় দিবস পালন

অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে নওগাঁয় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু তালেব প্রমুখ।
এর আগে জেলা সমবায় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় সমবায় চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।