2:46 am, Wednesday, 11 September 2024

বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন

সোহেল রানা বাগেরহাট জেলা প্রতিনিধি

 

“নদী বাচাও মৎসজীবী দের জীবিকা বাচাও পশুর নদী দূষন বন্ধ করো,সুন্দরবন বাচাও প্রতিপাদ্যে বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার( ১১ নভেম্বর)বিকালে রামপাল উপজেলার কৈগরদাসকাঠি পশুর নদ এর তীরে গ্রীন ইয়ুথ ফোরাম বাগেরহাট, রেইজিং ইউথ ফোরাম রামপাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- মাজহারুল গাজী, শেখ নেওয়াজ শরীফ, সাজিবুল আলম, এরশাদ আলী গাজী, মুর্শিদা বেগম, তানিয়া বেগম, রাফিজা বেগম, তহমিনা বেগম, আইআরভি‘র ফিল্ড কোঅর্ডিনেটর হাসান মাহমুদ জসীম, প্রমুখ।

বক্তারা বলেন, নদী বাঁচলে বাঁচবে পরিবেশ, নদী না থাকলে দেশ হবে মরুভূমি। তাতে আমাদের জলবায়ুর বিপন্ন হবে। আমরা উন্নয়নবিরোধী নই, আমরা টেকসই উন্নয়ন চাই। যে উন্নয়ন প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষা করে। নদীর ওপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনজীবিকা নির্বাহের মাধ্যম সমুন্নত রাখে, সেই উন্নয়নের পক্ষে আমরা।’

মৎস্যজীবী পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল গাজী বলেন, বাগেরহাটের বিভিন্ন নদী, খাল ও সরকারি জলাশয় প্রভাবশালীদের দখলে রয়েছে। নদী দখল করে অনেকে পাকা ভবন নির্মাণ করেছে। এসব নদ-নদী উদ্ধার করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদ-নদী ধ্বংস হয়ে গেলে অসংখ্য মানুষ তাদের জীবন-জীবিকা হারাবে।’ এই সংকটাপন্ন মানুষদের বাঁচাতে নদী বাঁচানোর উদ্যোগ নিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 07:34:01 pm, Saturday, 11 November 2023
88 বার পড়া হয়েছে
error: Content is protected !!

বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন

আপডেট সময় : 07:34:01 pm, Saturday, 11 November 2023

 

“নদী বাচাও মৎসজীবী দের জীবিকা বাচাও পশুর নদী দূষন বন্ধ করো,সুন্দরবন বাচাও প্রতিপাদ্যে বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার( ১১ নভেম্বর)বিকালে রামপাল উপজেলার কৈগরদাসকাঠি পশুর নদ এর তীরে গ্রীন ইয়ুথ ফোরাম বাগেরহাট, রেইজিং ইউথ ফোরাম রামপাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- মাজহারুল গাজী, শেখ নেওয়াজ শরীফ, সাজিবুল আলম, এরশাদ আলী গাজী, মুর্শিদা বেগম, তানিয়া বেগম, রাফিজা বেগম, তহমিনা বেগম, আইআরভি‘র ফিল্ড কোঅর্ডিনেটর হাসান মাহমুদ জসীম, প্রমুখ।

বক্তারা বলেন, নদী বাঁচলে বাঁচবে পরিবেশ, নদী না থাকলে দেশ হবে মরুভূমি। তাতে আমাদের জলবায়ুর বিপন্ন হবে। আমরা উন্নয়নবিরোধী নই, আমরা টেকসই উন্নয়ন চাই। যে উন্নয়ন প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষা করে। নদীর ওপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনজীবিকা নির্বাহের মাধ্যম সমুন্নত রাখে, সেই উন্নয়নের পক্ষে আমরা।’

মৎস্যজীবী পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল গাজী বলেন, বাগেরহাটের বিভিন্ন নদী, খাল ও সরকারি জলাশয় প্রভাবশালীদের দখলে রয়েছে। নদী দখল করে অনেকে পাকা ভবন নির্মাণ করেছে। এসব নদ-নদী উদ্ধার করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদ-নদী ধ্বংস হয়ে গেলে অসংখ্য মানুষ তাদের জীবন-জীবিকা হারাবে।’ এই সংকটাপন্ন মানুষদের বাঁচাতে নদী বাঁচানোর উদ্যোগ নিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।