শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২০২৩ ইং
মাদ্রাসা তা’মিল হায়াত কর্তৃক আয়োজিত একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেল ৪ টায়
তেলের পাম্প সংলগ্ন কালিগঞ্জ বাজার দেবিগঞ্জ পঞ্চগড়।যেখানে, মাদ্রাসার ছাত্র, এতিম ছেলেমেয়ে, স্থানীয় এলাকার অসহায় দরিদ্র শিশু সন্তান সহ বয়জ্যৈষ্ঠ হতদরিদ্র পুরুষ ও মহিলা মা-বোনদের মাঝে ৭০ টি হুডি (সোয়েটার) এবং ৮৫ টি
কম্বল (ব্লেজারের ডাবল পার্টের কম্বল) বিতরণ করা হয়েছে।ঢাকার এক বিশিষ্ট ব্যবসায়ীর( নাম না বলার শর্তে) দেওয়া শীত বস্ত্রগুলো বিতরণের সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নং দন্ডপাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মশিউর রহমান, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল আলম, মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবক ইয়াছিন মধু, ইব্রাহিম খলিল (কমিটি অত্র মাদ্রাসা), মাদ্রাসায় জমিদাতা মোহাম্মদ আলী, উক্ত মাদ্রাসার ছাত্র ও তাদের অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন। উপহারস্বরূপ উক্ত শীতবস্ত্রগুলো পেয়ে সকলের মুখেই ফুটে উঠেছিল হাসির ছাপ। এবং অকপটেই মন থেকে দানকারী ব্যক্তি ও উক্ত মাদ্রাসার জন্য দোয়া করতে থাকে শীতবস্ত্র পাওয়া ব্যক্তিগণ।সেই সাথে মাদ্রাসার সার্বিক কল্যাণের জন্য দোয়া চান উক্ত মাদ্রাসার শিক্ষক, কমিটি ও ছাত্রদের অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসী।
তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, যেন প্রতি বছরই এই মাদ্রাসার মাধ্যমে কিছু না কিছু উপহার উপঢৌকনের ব্যবস্থা করতে পারে উক্ত মাদ্রাসার কর্তৃপক্ষ।
সবশেষে দোয়ার মাধ্যমে উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
উক্ত শীতবস্ত্র দানকারী ব্যক্তি, মাদ্রাসা সহ যাহারা উক্ত আয়োজনে অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলের শ্রমকে আল্লাহ কবুল করুন আমীন।
আলহামদুলিল্লাহ