বাগমারায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রাজশাহীর বাগমারায় দেশব্যাপী বিএনপি জামায়াতের অবৈধ হরতাল, অবরোধ অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই প্রতিপাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে বারো ঘটিকায় যাত্রাগাছী ফাজিল মাদ্রাসা মাঠে মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসলাম আলী আসকানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।
সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান টুকু প্রমুখ।
সভা থেকে বিএনপি-জামায়াতে সন্ত্রাস, নৈরাজ্য, প্রপাগাণ্ডা থেকে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয় ।