বরগুনা সদর থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার-২
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমানের দিকনির্দেশনা গত ইং ২১ ডিসেম্বর ২৩ ইং সন্ধ্যার সময় থানার এসআই শাহাবুদ্দিন ও এএসআই খাইরুল ইসলাম এর বিশেষ অভিযানে পৌর এলাকা হতে মাদক সেবীদের প্রিয় ব্যবসায়ী গোপাল সাহা (৩০) পিতা: মৃত অধীর সাহা সাং পৌর ৮নং ওয়ার্ড থানা: বরগুনা। রনি(২২) পিতা: হারুন সিকদার সাং আটখালী থানা: গলাচিপা জেলা: পটুয়াখালীদের দখল হইতে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে। স্থানীয়রা জানান এ ধরনের মাদক ব্যবসায়ী জামিনে আসলেও এরা যাতে মাদক ব্যবসা করতে না পারে তার জন্য সচেতন তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। সদর থানার (ওসি) একেএম মিজানুর রহমান বলেন মাদক ব্যবসায়ী গোপাল দীর্ঘদিন পলাতক থেকে চুপিসারে পৌর এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মামলা ছিল। গোপাল বরগুনা থানা এলাকার তরুণ ও যুব সমাজকে ধ্বংসের পিছনে বিশেষ ভূমিকা পালন করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।