5:50 am, Saturday, 27 July 2024

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল 

সাইদুর জামান রেজা পঞ্চগড় প্রতিনিধিঃ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা সদরের হেলিপ্যাড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, এই সরকার একটি প্রহসনের পাতানো অফিসিয়াল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা এই অবৈধ সরকারকে মানিনা। অচিরেই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দাবি করি। তিনি আরও বলেন, আজকে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি একের পর এক বেড়েই চলছে। বিদ্যুৎ এবং গ্যাসের সঙ্কট সৃষ্টি হয়েছে। এসব নিরসনে কার্যকরি ভূমিকা রাখতে হবে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক কারাবন্দি এবং আলেম ওলামাদের মুক্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কবিরুল ইসলাম, জামায়াত নেতা আবু মুনাজ্জিদ, মাওলানা জয়নাল আবেদীন, আতিকুর রহমান প্রমূখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : 12:56:39 pm, Tuesday, 30 January 2024
78 বার পড়া হয়েছে
error: Content is protected !!

পঞ্চগড়ে জামায়াতের বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : 12:56:39 pm, Tuesday, 30 January 2024

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা সদরের হেলিপ্যাড বাজার এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে দলটি।বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। তিনি বলেন, এই সরকার একটি প্রহসনের পাতানো অফিসিয়াল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা এই অবৈধ সরকারকে মানিনা। অচিরেই নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা দাবি করি। তিনি আরও বলেন, আজকে দ্রবমূল্যের ঊর্ধ্বগতি একের পর এক বেড়েই চলছে। বিদ্যুৎ এবং গ্যাসের সঙ্কট সৃষ্টি হয়েছে। এসব নিরসনে কার্যকরি ভূমিকা রাখতে হবে। জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক কারাবন্দি এবং আলেম ওলামাদের মুক্তির দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি কবিরুল ইসলাম, জামায়াত নেতা আবু মুনাজ্জিদ, মাওলানা জয়নাল আবেদীন, আতিকুর রহমান প্রমূখ।